ডেস্ক রিপোর্ট: গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) সমাজ বিজ্ঞান ও সমাজকর্ম বিভাগের ৩০তম ব্যাচের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জুলাই) এ উপলক্ষে বিভাগে আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই শিক্ষকরা নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণ বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং সমাজ বিজ্ঞান ও সমাজ কর্ম বিভাগের প্রধান অধ্যাপক ড. নিলুফার সুলতানা।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মাহমুদুল হাসান, সিনিয়র লেকচারার রেহেনা পারভীন, , সিনিয়র লেকচারার সুজন মিয়া, লেকচারার মোঃ মইনুল ইসলাম, লেকচারার আরিফুর রহমান ও লেকচারার মার্জিয়া আলম রিতু।
শিক্ষার্থীদের মধ্যে থেকে নবাগতদের উদ্দেশ্য বক্তব্য দেন, নাহিদ সাদাত ফুহাদ, নাবিল হোসেন, শুভ প্রমুখ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি ও গানে মেতে ওঠেন সবাই।