বৃহস্পতিবার , ২১ নভেম্বর ২০২৪ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দল ঘোষণা বাংলাদেশের

প্রতিবেদক
Shimul Sheikh
নভেম্বর ২১, ২০২৪ ৭:৪২ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ২৪ নভেম্বর আরব আমিরাতের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশের যুবারা। এবারের আসরে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন আজিজুল হাকিম তামিম।

আগামী ২৯ নভেম্বর শুরু হবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের এগারোতম আসর। আরব আমিরাতের আয়োজনের এই আসর শেষ হবে ৮ ডিসেম্বর।

মূল পর্বের খেলা শুরুর আগে ভারতের বিপক্ষে একটি গা গরমের ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচটি অনুষ্ঠিত হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ২৬ নভেম্বর।

দুই গ্রুপে ভাগ হয়ে এবারের আসরে খেলবে মোট ৮ দল। গ্রপ পর্বে রাউন্ড রবিন পদ্ধতিতে প্রত্যেক দল প্রত্যেকের বিপক্ষে খেলবে। প্রতি গ্রুপের সেরা দুই দল যাবে সেমিফাইনালে। প্রথম সেমি হবে দুবাইয়ে। দ্বিতীয় সেমি শারজায়।

ফিকশ্চারে বাংলাদেশ পড়েছে বি-গ্রুপে। উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশের মুখোমুখি হবে আফগানিস্তান। আফগানিস্তান ছাড়া এবার গ্রুপপর্বে বাংলাদেশের যুবারা মোকাবেলা করবে শ্রীলঙ্কা ও নেপালের।

দ্বিতীয় দিনই ভারতের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। এ-গ্রুপে ভারত-পাকিস্তান ছাড়া বাকি দুটি দল হলো- আরব আমিরাত ও জাপান।

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পাঁচটি পূর্ণ সদস্য এই টুর্নামেন্টে সরাসরি অংশ নিচ্ছে। দলগুলো হলো-আফগানিস্তান, বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা। বাকি ৩ দল; নেপাল, জাপান ও আরব আমিরাত এসেছে ২০২৩ অনূর্ধ্ব-১৯ প্রিমিয়ার কাপ কোয়ালিফায়ার খেলে।

২০২৩ সালে আরব আমিরাতকে ১৯৫ রানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের একমাত্র শিরোপা জিতেছিল বাংলাদেশ। এবার টাইগার যুবাদের শিরোপা ধরে রাখার লড়াই।

১৪ জনের সঙ্গে এবারের সফরে বাংলাদেশ দলের স্ট্যান্ডবাই হিসেবে যাবেন ৪ জন।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বাংলাদেশ স্কোয়াড:
জাওয়াদ আববার (সহ অধিনায়ক), রিফাত বেগ, আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), সামিউন বাসির রাতুল, দেবাশীষ সরকার দেবা, রিজান হোসেন, আল ফাহাদ, ইকবাল হাসান ইমন, রাফিউজ্জামান রাফি, ফরিদ হাসান ফয়সাল, মারুফ মৃধা, শিহাব জেমস, আশরাফুজ্জামান, সাদ ইসলাম রাজিন।

স্ট্যান্ডবাই:
কালাম সিদ্দিকি আলিন (ট্রাভেলিং রিজার্ভ), শাহরিয়াল আজমীর, ইয়াসির আরাফাত, সানজিদ মজুমদার।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!