ডেস্ক রিপোর্ট: পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে জেলের জালে ধরা পড়া বিরল প্রজাতির সামুদ্রিক জাভা ভোল মাছটি অবশেষে ৫ লাখ টাকায় বিক্রি হয়েছে।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) মোংলা বন্দরের মাছ ব্যবসায়ী বেলায়েত সরদার মাছটি ক্রয় করেছেন।
রোববার (১১ ফেব্রুয়ারি) সকালে পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের মালঞ্চ নদীর ফিরিঙ্গি এলাকা থেকে ২৫ কেজি ৩৬০ গ্রাম ওজনের মাছটি ধরা পড়ে। এই বিষয়ে সংবাদ প্রকাশ হওয়ার পর বিষয়টি ব্যবসায়ীদের নজরে আসলে সর্বোচ্চ দামে মাছটি বিক্রি হয়েছে।
জেলে শুকুর আলী বলেন, সাত্ক্ষীরায় কিছু ব্যবসায়ী সিন্ডিকেট করে মাছের দাম বলে তিন লাখ ৭৫ হাজার টাকা। তবে এটির দাম আরও অনেক বেশি হওয়ায় আমি মাছটি বিক্রি করিনি। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ হলে মোংলা থেকে মাছ ব্যবসায়ী বেলায়েত সরদার আমার সাথে যোগাযোগ করে মাছটি ক্রয় করেছেন।
মাছ ব্যবসায়ী বেলায়েত সরদার বলেন, অনলাইনে জানতে পারি এক জেলে বড় একটি মাছ পেয়েছে। কিন্তু স্থানীয় ব্যবসায়ীরা সিন্ডিকেট করে সেটির দাম অর্ধেক বলেছে। পরে আমি জেলের সাথে কথা বলে মাছটি ৫ লাখ টাকার বিনিময়ে ক্রয় করেছি।