ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গায় পিতাপুত্রের ঐতিহ্যবাহী লাঠি খেলা, মাথার উপরে ভরা কলস নিয়ে ড্যান্স ও জাদু খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ জুন) বিকালে উজির আলী স্মৃতি যুব সংঘের আয়োজনে গোয়ালডাঙ্গা ফুটবল মাঠে এই লাঠি ও জাদু খেলা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আব্দুর রশিদ সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়দল ইউপির চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা। এসময় মৌ সম্রাট বীর মুক্তিযোদ্ধা মুনতাজ মাস্টার, শামসুর রহমান সরদার, সমাজসেবক আল মাহমুদ টিক্কা, আব্দুল আলিম প্রমুখ উপস্থিত ছিলেন।
দুটি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত লাঠি খেলা দেখতে হাজার হাজার নারী-পুরুষ সমবেত হন।