শুক্রবার , ২৯ ডিসেম্বর ২০২৩ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

চোটের কারণে নেই ম্যাচে, নিউজিল্যান্ডেই থাকছেন লিটন

প্রতিবেদক
admin
ডিসেম্বর ২৯, ২০২৩ ১২:৩৬ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক: প্রথম রানটা নিয়েছিলেন ঠিকঠাকভাবে। দ্বিতীয়টির জন্য ফিরতি দৌড় দিতে গিয়ে পায়ে পান চোট।
হাফ সেঞ্চুরি করে দলকে জেতালেও ইনজুরি বেশ ভালোভাবেই আঘাত করেছে লিটন দাসকে। নিউজিল্যান্ডের সঙ্গে মাউন্ট মঙ্গানুইয়ে দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলা হচ্ছে না এই উইকেটরক্ষক ব্যাটারের।

এমআরআই রিপোর্ট নিশ্চিত করেছে হ্যামস্ট্রিং চোটে ভুগছেন এই ব্যাটার। তৃতীয় টি-টোয়েন্টি থেকে ছিটকে যাননি অবশ্য। নিউজিল্যান্ডেই পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছেন লিটন। এমনটিই জানিয়েছেন ফিজিও কিরন থমাস।

এক বিবৃতিতে তিনি বলেন, ‘এমআরই নিশ্চিত করেছে লিটনের ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে লো গ্রেডে স্ট্রেইন আছে। এজন্য সে দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলতে পারছে না। এখানেই পুনর্বাসন প্রক্রিয়া শুরু করেছে লিটন। ’

ডান হাতে ক্যাচ নিতে গিয়ে চোট পেয়েছিলেন সৌম্য সরকারও। তবে দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলছেন তিনি। প্রথম টি-টোয়েন্টিতে ৩৬ বলে ৪২ রানের অপরাজিত ইনিংস লিটন। দুই চার ও এক ছক্কায় লিটনের ব্যাটিং স্ট্রাইক রেট ছিল ১১৬। লিটনের ব্যাটে নেপিয়ারে বাংলাদেশ প্রথমবার টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডকে হারায়।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!