ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে তুফান স্পোর্টিং ক্লাব।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে গণমুখী সংঘকে ৫ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় তারা।
ফাইনাল ম্যাচে তুফান স্পোর্টিং ক্লাব টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয়।
ব্যাটে নেমে গণমুখী সংঘ নির্ধারিত ২০ ওভারের মধ্যে ১৯.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১২৬ রান সংগ্রহ করতে সক্ষম হয়। গণমুখী সংঘের রবিউল ব্যক্তিগত সর্বোচ্চ ২৭ ও নোমান ২৭ রান করে। প্রতিপক্ষের মুরাদ ৩ ওভার বল করে ৪ উইকেট সংগ্রহ করে। এছাড়া নোবেল ২ উইকেট ও জাতীয় দলের খেলোয়াড় মৃত্যুঞ্জয় ও নাহিদ একটি করে উইকেট লাভ করে।
১২৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে তুফান স্পোর্টিং ক্লাব ১৯.২ বল খেলে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রান সংগ্রহ করে মৃত্যুঞ্জয় (৪৭), তানভীর (২০) ও আকাশ (২০)।
খেলার আম্পায়ারের দায়িত্ব পালন করেন তৌফিক তুরাগ ও সাইফুল ইসলাম বাপ্পি, অফিসিয়াল স্কোরার ছিলেন ফজলুল করিম।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন তুফান স্পোর্টিং ক্লাবের মৃত্যুঞ্জয়।
পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ। উপস্থিত ছিলেন সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান বাবু, সাংবাদিক মো. জিল্লুর রহমান, ছাত্রপ্রতিনিধি মোহিনী তাবাসসুম, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, তুফান স্পোর্টিং ক্লাবের শেখ তানজিম কালাম তমাল, ইকবাল কবির খান বাপ্পি, মো. আলতাপ হোসেন, সৈয়দ জয়নুল আবেদীন জসি প্রমুখ।