সোমবার , ২৯ জুলাই ২০২৪ | ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

২০২৭ সালের এশিয়া কাপ হবে বাংলাদেশে

প্রতিবেদক
the editors
জুলাই ২৯, ২০২৪ ৮:২৮ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক | বাংলাদেশের মাটিতে ফিরছে এশিয়া কাপ। ২০২৭ সালে বসবে সেই আসর।

যা হবে ওয়ানডে ফরম্যাটে। আর ২০২৫ সালে ভারতে হবে টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপ।

গত শনিবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিবি) প্রকাশিত এক ডকুমেন্টে এই তথ্য উঠে এসেছে। ২০২৪ থেকে ২০২৭ সালের জন্য এসিসি এই দুই সংস্করণের স্পনসরশিপ সংক্রান্ত ঘোষণা প্রকাশ করেছে। যেখানে খেলার তারিখ ভেন্যু চূড়ান্ত করা হয়েছে।

পরের দুই এশিয়া কাপেও ৬টি করে দল অংশ নেবে। এর মধ্যে ৫টি দল খেলবে সরাসরি। দলগুলো হলো- বাংলাদেশ, ভারত, আফগানিস্তান, পাকিস্তান ও শ্রীলঙ্কা। আরেকটি দল আসবে বাছাই খেলে।

এসিসি জানিয়েছে, টি-টোয়েন্টি ফরম্যাটে নারী এশিয়া কাপের পরের আসর হবে ২০২৬ সালে। আর ২০২৪, ২০২৫, ২০২৬ এবং ২০২৭- প্রতিটি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ হবে ওয়ানডে ফরম্যাটে।

পুরুষদের ইমার্জিং এশিয়া কাপ ২০২৪ এবং ২০২৬ হবে টি-টোয়েন্টি ফরম্যাটে এবং ২০২৫ এবং ২০২৭ সংস্করণ ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিত হবে। এ ছাড়া ২০২৫ ও ২০২৭ সালে মহিলাদের ইমার্জিং এশিয়া কাপ অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। এসব টুর্নামেন্ট কোথায় হবে তা এখনও চূড়ান্ত করা হয়নি।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!