the editors logo
রবিবার , ২৫ জুন ২০২৩ | ২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে মোংলা বন্দরে বসুন্ধরা ইমপ্রেস

প্রতিবেদক
the editors
জুন ২৫, ২০২৩ ৭:৫৭ অপরাহ্ণ

আলী আজীম, মোংলা (বাগেরহাট): রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের ৩২ হাজার ১২১ টন কয়লা নিয়ে মোংলা বন্দরে এসে পৌঁছেছে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এম ভি বসুন্ধরা ইমপ্রেস। রোববার সন্ধ্যা ৬টায় মোংলা বন্দরের হাড়বারিয়া ১১নং এলাকায় জাহাজটি নোঙর করে।

জাহাজটির শিপিং এজেন্ট উপ ব্যাবস্থাপক খন্দকার রিয়াজুল হক জানান , রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য ৪৮ হাজার ১২১ টন কয়লা নিয়ে জাহাজটি গত ৩১ মে ইন্দোনেশিয়া থেকে রওনা দিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছায়, পরে চট্টগ্রাম বন্দর থেকে লাইটার জাহাজে ১৬ হাজার টন কয়লা রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে আনা হয়। বাকী ৩২ হাজার ১২১ টন কয়লা নিয়ে জাহাজটি মোংলা বন্দরে আজ ভিড়েছে। জাহাজটি থেকে আজ রাতেই কয়লা খালাসের কাজ শুরু করা হবে এবং এই কয়লা লাইটার জাহাজ এর মাধ্যমে রামাপাল তাপ বিদ্যুৎকেন্দ্রে পৌঁছানো হবে।

প্রসঙ্গত, রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন করতে দিনে পাঁচ হাজার টন কয়লার প্রয়োজন হয়। সে হিসেবে এখন থেকে নিয়মিত কয়লা আসবে এবং বিদ্যুৎ উৎপাদন অব্যাহত থাকবে বলেও জানান রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ।

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!
toto slot