বৃহস্পতিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৩ | ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

নিখোঁজের দুই দিন পর পশুর নদী থেকে গ্রিজারের লাশ উদ্ধার

প্রতিবেদক
the editors
সেপ্টেম্বর ২৮, ২০২৩ ৮:৫৪ অপরাহ্ণ

আলী আজীম, মোংলা (বাগেরহাট): মোংলার পশুর নদী থেকে মো: জাবের আহমেদ নামে এক গ্রিজারের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। সে সিলেট সদর উপজেলার মোল্লাপাড়া এলাকার বাসিন্দা ও তুরন মিয়ার ছেলে। জাবের ২০২২ সালের এক জুলাই থেকে গ্যাসবাহী জাহাজ ‘এমটি ডেলটা-১’ এর গ্রিজার হিসেবে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) ভোর ৪টায় সাইফপোট জেটি এলাকা থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা।

জানা যায়, মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে মোংলার পশুর নদীর ডেলটা এলপিজি লিমিটেডের জেটিতে প্রতিষ্ঠানের নিজস্ব গ্যাসবাহী জাহাজ ‘এমটি ডেলটা-১’ জাহাজের নিচে পর্যবেক্ষণে গিয়ে গ্রিজার মো: জাবের আহমেদ (জাহাজের ইঞ্জিন পরিষ্কারক) নিখোঁজ হয়। এর পর থেকে তার কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছিল না। পরে প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রাথমিকভাবে খোঁজ করে না পেয়ে কোস্টগার্ডের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। রাতভর তল্লাশি করে না পেয়ে নিখোঁজের সন্ধানে বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে আবারও ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালান বলে জানান কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দপ্তর) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুনতাসির।

মোংলা ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো: আরদেশ আলী বলেন, আমরা ভোর ৪টায় সাইফপোট জেটি থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করি।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!