মঙ্গলবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৪ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

নিউইয়র্কে সাবওয়ে স্টেশনে গোলাগুলি, হতাহত ৬

প্রতিবেদক
star kids
ফেব্রুয়ারি ১৩, ২০২৪ ১:০০ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক: নিউইয়র্ক সিটির সাবওয়ে স্টেশনে গোলাগুলিতে ছয়জন হতাহত হয়েছে। বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন একজন।
বাকিরা আহত, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) আল জাজিরা তাদের প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহরের সাবওয়েতে গোলাগুলির ভুক্তভোগী হয়েছে কিশোর-কিশোরী ও বয়স্ক মানুষ।

স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় ব্রঙ্কসের একটি ট্রেন প্ল্যাটফর্মে কিশোরদের দুটি দলে বচসা হয়। এরপরই গোলাগুলির ঘটনা ঘটে।

এমন সময় ঘটনাটি ঘটে, যখন কর্মজীবী ও শিক্ষার্থীরা সাবওয়ে স্টেশনটি বেশি ব্যবহার করে।

পুলিশ জানিয়েছে, গোলাগুলির ঘটনায় ৩৪ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছে ১৪ বছরের এক কিশোরী। অপরদের মধ্যে ১৫ বছরের এক কিশোর ও ৭১ বছর বয়সী ব্যক্তিও রয়েছেন।

গোলাগুলির এ একাধিক ব্যক্তি জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। তবে নির্দিষ্ট বন্দুকধারীর সন্ধান করছে পুলিশ।

নিউইয়র্ক সিটির পুলিশ ট্রানজিট প্রধান মাইকেল কেম্পার বলেছেন, ট্রেনে দুটি গ্রুপের মধ্যে বিরোধের জেরে গোলাগুলি হয়েছে। তদন্ত চলছে। হতাহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!