স্পোর্টস ডেস্ক: তিন ফরম্যাটের সিরিজ খেলতে বাংলাদেশে আসছে আফগানিস্তান। সাম্প্রতিক সময়ে দেশটির সঙ্গে বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হচ্ছে।
সর্বশেষ টেস্টে বাংলাদেশকে তারা হারিয়ে দিয়েছিল। মাঝে কিছুদিন বিরতি দিয়ে তিন ফরম্যাটের সিরিজ খেলবে আফগানিস্তান।
এবার শুরুটা হবে টেস্ট দিয়েই। ১০ জুন প্রথম দফায় বাংলাদেশে আসবেন রশিদ খানরা। ঢাকায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৪ থেকে ১৮ জুন হবে একমাত্র টেস্ট। এরপর শুরু হবে ঈদুল আজহার বিরতি। এ সময়ে ভারতে খেলতে যাবে আফগানিস্তান।
তিন ওয়ানডে ও দুই টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে আবার বাংলাদেশে ফিরবে তারা পহেলা জুলাই। এই দুই ফরম্যাটের খেলা হবে ঢাকার বাইরে। ৫ জুলাই চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে প্রথম ওয়ানডে।
একই ভেন্যুতে পরের দুই ওয়ানডে হবে ৮ ও ১১ জুলাই। তৃতীয় ম্যাচের পরদিন সিলেটে যাবে দুই দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১৪ ও ১৬ জুলাই হবে দুইটি টি-টোয়েন্টি। ১৭ জুলাই বাংলাদেশ ছেড়ে যাবে আফগানিস্তান।