ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা শহরের ফল ব্যবসায়ী শেখ আনিছ উদ্দীনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও সদর উপজেলার বালিথা এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টিকারী অনিক গ্যাংয়ের সদস্যদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে ভুক্তভোগী ফল ব্যবসায়ী আনিছের পরিবারের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন আনিছের স্ত্রী ছারিয়া বেগম, আয়শা বেগম, শেখ নাছির উদ্দীন, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।
মানববন্ধনে ছারিয়া বেগম বলেন, আমার স্বামীর মুক্তিযোদ্ধা মার্কেটে ফলের দোকান আছে। তিনি প্রতিদিন রাত ১১-১২টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে যান। গত ৩০ অক্টোবর রাত ১১টার দিকে বাড়িতে গেলে বালিথা এলাকার অনিক গ্যাং আমার স্বামীকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে গলায় বাম পাশে কোপ দেয়। এসময় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তারা তার বুকে একাধিক কোপ মারে। এসময় আমরা চিৎকার দিলে তারা চলে যায়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মানববন্ধনে সদর উপজেলার বালিথা এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টিকারী অনিক গ্যাংয়ের সদস্যদের গ্রেফতারের দাবি জানানো হয়।