কয়রা (খুলনা) প্রতিনিধি: ঘূর্ণিঝড় দানার প্রভাবে খুলনার কয়রা উপকূলে দিনভর থেমে থেমে বৃষ্টি হয়েছে।
বুধবার (২৩ অক্টোবর) সকাল ১০টা থেকে শুরু হওয়া এই বৃষ্টিপাত চলতে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এদিকে, নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় দুর্বল বেড়িবাঁধ নিয়ে উৎকণ্ঠা বাড়ছে উপকূলীয় এলাকার মানুষের মধ্যে। উপকূলবাসীর শংকা ঘূর্ণিঝড় দানা আঘাত হানলে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ ভেঙে আবারও প্লাবিত হবে জনপদ।
এদিকে, ঘূর্ণিঝড় দানা মোকাবিলার প্রস্তুতি হিসেবে বুধবার বিকাল ৩টায় কয়রা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে জরুরী সভা করেছে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি।
সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস বলেন, ঘূর্ণিঝড় দানা মোকাবেলায় আগাম প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে কয়রার ১১৬টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। প্রতিটি ইউনিয়নে মানুষকে সচেতন করতে মাইকিং করা হচ্ছে।
অন্যদিকে, সুন্দরবন সংলগ্ন উত্তর বেদকাশি ইউনিয়ন পরিষদে দুর্যোগ মোকাবেলায় বুধবার সকালে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউনিয়ন পরিষদের সদস্যসহ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
উত্তরবেদকাশী ইউপি চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম কোম্পানি বলেন, শাকবাড়িয়া নদীর গাববুনিয়া এলাকায় বাঁধের অবস্থা খুবই নাজুক। জরুরী ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।
পাউবোর খুলনার নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুল আলম বলেন, কয়রা ঝুকিপূর্ণ বেড়িবাঁধগুলো পরিদর্শন করা হয়েছে। পাউবোর পক্ষ থেকে বাশ, বল্লী, বস্তা, জিও ব্যাগসহ অন্যান্য জিনিসপত্র সংরক্ষণ করে রাখা হয়েছে।