আশরাফুল ইসলাম সবুজ, পাইকগাছা: খুলনার পাইকগাছায় সুচিকিৎসার লক্ষ্যে ৩৭জনের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
বুধবার (৩০ আগস্ট) সকালে পাইকগাছা প্রেসক্লাবে প্রধান অতিথি হিসেবে খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু তাদের মাঝে এসব চেক হস্তান্তর করেন।
এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের দরিদ্র ও অসুস্থ মানুষের প্রতি সর্বদা আন্তরিক।
পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দিন ফিরোজ বুলু, জেলা আ’লীগের সদস্য শেখ আনিছুর রহমান, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি সমীরন সাধু, যুগ্ম সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবুল কালাম আজাদ, কওসার আলী জোয়াদ্দার, আব্দুল মান্নান গাজী, শেখ জিয়াদুল ইসলাম জিয়া, আবু জাফর সিদ্দিকি রাজু, উপজেলা কৃষকলীগের সদস্য সচিব সহকারী অধ্যাপক মায়নুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তৃপ্তি রঞ্জন সেন, পৌর আ’লীগের সদস্য সহকারী অধ্যাপক মশিউর রহমান, পৌরসভা কৃষকলীগের আহবায়ক ফারদিন রায়হান জিতু, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক সদস্য আব্দুর রাজ্জাক রাজু, এম এম আজিজুল হাকিম, মানবেন্দ্র মন্ডল, মোঃ আকরামুল ইসলাম, পৌরসভা শ্রমিক লীগের সভাপতি মোঃ আনারুল ইসলাম, উপজেলা মহিলা আ’লীগের প্রভাষক নিবেদিতা মন্ডল, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য ফাতিমা তুজ জোহুরা রুপা, ছাত্রলীগের রায়হান পারভেজ রনি প্রমুখ।