রবিবার , ৫ মার্চ ২০২৩ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

বঙ্গবন্ধু রেল সেতুর মালামাল নিয়ে মোংলায় এম ভি হাইডং-৯

প্রতিবেদক
the editors
মার্চ ৫, ২০২৩ ২:০৭ অপরাহ্ণ

আলী আজীম, মোংলা (বাগেরহাট): বঙ্গবন্ধু রেলওয়ে ব্রিজের মেশিনারিজ নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে পানামা পতাকাবাহী জাহাজ এম ভি হাইডং-৯।

রবিবার (৫ মার্চ) দুপুর ১২টায় বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙর করে জাহাজটি। জাহাজটিতে সেতুর ১৫৫৬ মেট্রিক টন স্টিল স্ট্রাকচার (মেশিনারি কাঠামো) আনা হয়েছে। মোংলা কর্তৃপক্ষের হারবার বিভাগ এই তথ্য জানিয়েছে।

বিদেশি ওই জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্টস্টিমশিপের খুলনার ব্যবস্থাপক মোঃ ওহিদুজ্জামান বলেন, গত দুই সপ্তাহ আগে ভিয়েতনাম থেকে ১৭১ প্যাকেজের এক হাজার ৫৫৬ মেট্রিকটন মেশিনারিজ নিয়ে জাহাজটি ছেড়ে আসে। তাদের কোম্পানির এটি নবম চালান। এখন সেগুলো খালাস চলছে।

দুইদিনের মধ্যে পুরোপুরি খালাস শেষে নৌ পথে এসব পণ্য সিরাজগঞ্জে নির্মাণাধীন বঙ্গবন্ধু রেলওয়ে ব্রিজ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানান তিনি।

এর আগে গত ২১ ফেব্রুয়ারি এই রেলসেতুর তিন হাজার ১৩৪ দশমিক ১০৬ মেট্রিকটন স্টিল পাইপ নিয়ে মোংলায় আসে পানামা পতাকাবাহী জাহাজ এম ভি জুপিটার।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!