ডেস্ক রিপোর্ট: ‘নিজের কাজ নিজে করি, সুন্দর একটি সমাজ গড়ি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমাজসেবামূলক সংগঠন ‘স্বপ্ন সার্থক মানবিক ফাউন্ডেশন’ এর এক বছর মেয়াদী ৩৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
রোববার সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা মো. আব্দুস সাত্তার পলাশ এই কমিটির অনুমোদন দেন।
নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে মো. সাহিনুর ইসলাম ও মোসলেম আলী।
কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মো. ইলিয়াস হোসেন, জি এম কোপাত রানা, মো. নুরুল আমিন, রুম্মান হাবিব, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আরশাদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরীফুল ইসলাম, আলী হামজা ও এস এম সাব্বির হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. জাহিদ আনোয়ার সোহাগ, সহ-সংগঠনিক সম্পাদক জে এইচ সিফাত খান, দপ্তর সম্পাদক নাইম হোসেন, সহ-দপ্তর সম্পাদক নাজমুল হাসান নেহাল ও মহরম হাসান মাহিম, অর্থ সম্পাদক মো. রুহুল আমীন, সহ-অর্থ সম্পাদক মো. শফিকুল ইসলাম, প্রচার ও মিডিয়া সম্পাদক দৈনিক মানবজমিন ও পত্রদূতের এসএম বিপ্লব হোসেন, সহ-প্রচার ও মিডিয়া সম্পাদক মো. আজহারুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা আবদুর রহমান, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মো. সোহেল রানা, সহ-প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মো. নুরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক মো. হাবিবুর রহমান, পরিবেশ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো: মিরাজ মুন্সী, সহ-পরিবেশ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. সেলিম রেজা, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক মো. আরিফুল হক, সহ-ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম, স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক মো. আজমীর হোসেন পলাশ, সহ-স্বাস্থ্য ও চিকিৎসা সম্পাদক শেখ ওহিদুজ্জামান বুলবুল, মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. রাজু আহমেদ, সহ-মানবাধিকার সম্পাদক মো. আমিনুর রহমান, নারী ও শিশু বিষয়ক সম্পাদক নুসরাত জাহান উষা, সহ-নারী ও শিশু বিষয়ক সম্পাদক রোকেয়া খাতুন মাহি, শিক্ষা সম্পাদক মো. সামিউল ইসলাম, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মো. আরিফুর রহমান ও সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. আরিফ বিল্লাহ।
প্রসঙ্গত, ২০২৩ সালে প্রতিষ্ঠিত ‘স্বপ্ন সার্থক মানবিক ফাউন্ডেশন’ অরাজনৈতিক, অলাভজনক এবং স্বেচ্ছাসেবামূলক সামাজিক সংগঠন হিসেবে কাজ করছে।