ডেস্ক রিপোর্ট: মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০২৫ উপলক্ষে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ মার্চ) সকালে বিদ্যালয়ের হলরুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সহকারী প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম টুকু। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সরকারী প্রধান শিক্ষক মতিউর রহমান, সিনিয়র শিক্ষক জিএম আলতাব হোসেন, ইয়াহিয়া ইকবাল, জি.এম আলতাফ হোসেন, খান মাকসুদুর রহমান, শেখ মুস্তাফিজুর রহমান, আব্দুর রউফ, শেখ তানজিল আহমেদসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
সভায় আলোচনা শেষে স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠিত বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গাজী মোমিনউদ্দিন।