ডেস্ক রিপোর্ট: ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আগামী সেপ্টেম্বর-অক্টোবরে শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সব শক্তিকে নিয়ে আগামী নির্বাচনে বিজয়ের লক্ষ্যে অভিযাত্রা হবে।
সোমবার (২৫ জুলাই) সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপির উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, বিএনপি জনগণের শক্তিতে বিশ্বাসী নয়, অস্ত্রের শক্তিতে বিশ্বাসী। বিএনপি খালি মাঠ পেলে সংঘাত করতে চাইবে।
তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণ কষ্টে থাকলেও তারা শেখ হাসিনার প্রতি আস্থাশীল। ৭০ শতাংশ জনগণ শেখ হাসিনার প্রতি আস্থাশীল। জনগণের প্রতিশ্রুতি রক্ষা করতে আওয়ামী লীগও শান্তিপূর্ণ নির্বাচন চায়।
কাদের বলেন, এরশাদ কিংবা জিয়া কেউই জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসেনি। কারণ তাদের জনগণের ওপর আস্থা ছিল না। বিএনপি জানে, নির্বাচনে হলে তাদের অবস্থা কী হবে। এজন্য নির্বাচনে বিএনপিকে জয়ের নিশ্চয়তা না দিলে তারা নির্বাচনের প্রতি আস্থাশীল হবে না।
এ সময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দলের নেতাকর্মীদের সক্রিয় ও সতর্ক থাকার আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, ফারুক খান, জাহাঙ্গীর কবির নানকসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।