মঙ্গলবার , ২৫ জুলাই ২০২৩ | ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

স্কুল মিল্ক ফিডিং কর্মসূচি উদ্বোধন: ২ বছর দুধ খাবে ২ শতাধিক শিশু

প্রতিবেদক
the editors
জুলাই ২৫, ২০২৩ ৬:৫৩ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলার উত্তর কুশখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৫ জুলাই) সাতক্ষীরা সদর উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) এর আওতায় গৃহীত এই কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন সাতক্ষীরা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ বি এম আব্দুর রউফ।

উত্তর কুশখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আখতার হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ মো: নাজমুস সাকিব ও সাতক্ষীরা সদর উপজেলা শিক্ষা অফিসার মো: আব্দুল গণি প্রমুখ।

উদ্বোধনী দিনে দুই শতাধিক ছাত্র-ছাত্রীকে ২০০ মিলিলিটার করে আকিজের ফার্মফ্রেশ দুধ খাওয়ানো হয়।

প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও মেধা বিকাশের লক্ষ্যে আগামী দুই বছর প্রতিদিন স্কুল চলাকালে উপস্থিত শিক্ষার্থীদের দুধ খাওয়ানো কর্মসূচি অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানানো হয়েছে।

 

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!