শনিবার , ১১ মার্চ ২০২৩ | ১৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

মন্ময় মনিরের ৩য় একক আবৃত্তি উৎসব সৃজন মনন স্পন্দনে বাংলাদেশ

প্রতিবেদক
the editors
মার্চ ১১, ২০২৩ ৭:০৪ অপরাহ্ণ

তারিক ইসলাম: প্রেম ও দ্রোহের কবিতা আবৃত্তি এবং মনোমুগ্ধকর আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল কবি মন্ময় মনিরের ৩য় একক আবৃত্তি উৎসব সৃজন মনন স্পন্দনে বাংলাদেশ।

শনিবার (১১ মার্চ) বিকালে সাতক্ষীরা শহরের ম্যানগ্র‍োভ সভাঘরে কবিতা পরিষদ এই আবৃত্তি উৎসবের আয়োজন করে।

কবিতা পরিষদ সাতক্ষীরার প্র‍ধান উপদেষ্টা কবি শুভ্র আহমেদ এর সভাপতিত্বে উৎসবে প্র‍ধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসু দেব বসু। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কবি কিশোরীমোহন সরকার ও মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার।

নব কুমার ঢালীর উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কবি দ্বিলীপ কুমার মণ্ডল।

আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, লেখক হামিদ মোল্লা, আবৃত্তিশিল্পী মনিরুজ্জামান ছট্টু ও কবি স ম তুহিন।

উৎসবে আবৃত্তির ফাঁকে ফাঁকে আলোচনা করেন প্যানেল আলোচকগণ।

তারা বলেন, একজন আবৃত্তিশিল্পীকে একজন কণ্ঠশিল্পীর মতোই যত্ন নিতে নিয়মিত কণ্ঠের ব্যায়াম ও কণ্ঠ সাধতে সরাগম করতে হয়। আবৃত্তির ব্যাপারটা যেহেতু বাকনির্ভর তাই একজন আবৃত্তিশিল্পীর বাঁক ও শব্দ সৃষ্টির ইতিহাস, ধ্বনি-উচ্চারণরীতি জানা এবং স্বরপরিবর্তনের ক্ষেত্র‍ ‘সজ্ঞান চিন্তন প্র‍ক্র‍িয়া’ থাকা খুব জরুরী।

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!