সোমবার , ২১ আগস্ট ২০২৩ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

সুন্দরবনের গঙ্গাচরন থেকে মাথা ও চামড়াসহ ১১ কেজি হরিণের মাংস উদ্ধার

প্রতিবেদক
the editors
আগস্ট ২১, ২০২৩ ১০:০৮ অপরাহ্ণ

শহীদুজ্জামান শিমুল: সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের গঙ্গাচরন এলাকায় অভিযান চালিয়ে ২টি চামড়া, ২টি মাথা ও ৮টি পাসহ ১১ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে কোস্টগার্ড।

রোববার (২০ আগস্ট) দিবাগত রাতে খুলনা জেলার কয়রা থানার অন্তর্গত গঙ্গাচরন এলাকা থেকে এসব হরিণের মাংস উদ্ধার করা হয়েছে।

সোমবার (২১ আগস্ট) বিকালে কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা মো. মুনতাসির ইবনে মহসিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করার সময় হরিণের মাংস পাচারকারীরা জঙ্গলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত হরিণের মাংস সাতক্ষীরার কোবাদক ফরেস্ট স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এম মোবারক হোসেনের নিকট হস্তান্তর করা হয়েছে।

সাতক্ষীরার কোবাদক ফরেস্ট স্টেশন কর্মকর্তা এম মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!