মঙ্গলবার , ২৬ সেপ্টেম্বর ২০২৩ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

শ্যামনগরে কৃষি জমি সুরক্ষা ও খাদ্য নিরাপত্তার দাবিতে পথসভা

প্রতিবেদক
the editors
সেপ্টেম্বর ২৬, ২০২৩ ১:০২ অপরাহ্ণ

সুলতান শাহজান: সাতক্ষীরার শ্যামনগর উপকূলীয় এলাকায় কৃষি জমি সুরক্ষা ও খাদ্য নিরাপত্তার দাবিতে পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় শ্যামনগর বাসস্ট্যান্ডের চৌরাস্তা মোড়ে বেসরকারি সংস্থা বারসিক এর সহযোগিতায় সিডিও ইয়ুথ টিম, এস.এস.এস.টি ও কোস্টাল ইয়ুথ নেটওয়ার্ক এর আয়োজনে এই পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় উপজেলা জনসংঠন সমন্বয় কমিটির সভাপতি শেখ সিরাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন- সিডিও’র নির্বাহী পরিচালক গাজী আল ইমরান, এস.এস.এস.টি’র পরিচালক মারুফ হোসেন মিলন, সদস্য সাইদুল, বারসিকের রুবিনা পারভিন প্রমুখ।

বক্তারা বলেন, যেখানে শিশু খাদ্যের নিরাপত্তা নেই, সেখানে বড়দের খাদ্য নিরাপত্তা দিবাস্বপ্ন মাত্র। মৌলিক অধিকার হিসেবে খাদ্য নিরাপত্তা চাই। উপকূলের কৃষি জমি রক্ষা না করলে কৃষি প্রাণ বৈচিত্র্য ধ্বংস হয়ে যাবে। এজন্য এখনি পদক্ষেপ নিতে হবে।

এসময় উপস্থিত ছিলেন বারসিকের প্রোগ্রাম অফিসার বিশ্বজিৎ মন্ডল, বর্ষা গাইন, সিডিও ইয়ুথ টিমের সদস্য আনিছুর রহমান মিলন, সদস্য সাদি, বাদশাহ, মামুন, কোস্টাল ইয়ুথ নেটওয়ার্ক এর আলতাব, খুশি প্রমুখ।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!