স্পোর্টস ডেস্ক: ব্রেক থ্রুর আশায় সপ্তম ওভারেই বল হাতে নেন সাকিব। নিজের প্রথম ওভারে না পারলেও দ্বিতীয় ওভারে দলকে ব্রেক থ্রু এনে দেন। এরপর দ্বিতীয় ব্রেক থ্রু আশায় মিরাজকে ১৫তম ওভারে আক্রমণে আনেন সাকিব। মিরাজ আফগান শিবিরে দ্বিতীয় ধাক্কা দিতে না পারলেও তৃতীয় উইকেট জুটি ভাঙেন তিনি।
আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শাহেদিকে ফেরান ডানহাতি এই অফ স্পিন অলরাউন্ডার। পরে তুলে নেন রশিদ খান ও মুজিব উরকে। ম্যাচ সেরা হওয়া মিরাজ ম্যাচ শেষে তার সাফল্যের কারণ জানিয়েছেন।
তিনি বলেন, ‘আমি কিছুটা সতর্ক ছিলাম, অধিনায়ক ভালো জায়গায় বোলিং করতে বলেছিলেন। তিনি আমাকে ধারাবাহিকতা রেখে নিজের পারফরম্যান্সে মনোযোগ রাখতে বলেছিলেন, উনাকে ধন্যবাদ দিতে হবে।’
তিনে ব্যাট করতে নেমে ফিফটি করা মিরাজ নিজের ব্যাটিং নিয়ে বলেছেন, ‘আমি বল ধরে ধরে খেলার চেষ্টা করেছি, রানের দিকে তাকায়নি। উইকেট কিছুটা টার্নিং ছিল। আমি সোজা ব্যাটে খেলার চেষ্টা করেছি। আমি অধিকাংশ সময় আটে ব্যাটিং করেছে, টপ অর্ডারে ব্যাট করতে পারা আমার কাছে দারুণ মুহূর্ত।’