ডেস্ক রিপোর্ট: ‘সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: প্রাপ্তি ও প্রত্যাশা’ শীর্ষক সেমিনার, আবৃত্তি ও সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ অক্টোবর) বিকালে শহরের ম্যানগ্রোভ সভা ঘরে সাতক্ষীরা বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির আয়োজনে এই সংলাপ অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান মন্ময় মনির’র সভাপতিত্বে ও কবি গুলশান আরার সঞ্চালনায় সংলাপে আলোচনায় অংশ নেন সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসু দেব বসু, সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা প্রফেসর এসএএম আব্দুল ওয়াহেদ, সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, সাবেক জেলা শিক্ষা অফিসার কবি কিশোরী মোহন সরকার, কবি শুভ্র আহমেদ ও জেলা কালেক্টরেট এর নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আকাশ।
এসময় উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা ডিগ্রী কলেজের প্রভাষক শহীদুল ইসলাম, কবি ও সাংবাদিক সুকুমার দাস বাচ্চু, কবি স ম তুহিন, খুলনা বিভাগীয় স্কাউটস্ উপ-কমিশনার ইদুজ্জামান ইদ্রিস, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক আবৃত্তিশিল্পী নবকুমার ঢালী ও নাট্য ব্যক্তিত্ব একোব্বর হোসেন। অনুষ্ঠানে আবৃত্তি করেন তাসমিনা তুষ্টি, আব্দুল্লাহ সিদ্দিকী ও সুমাইয়া ইয়াসমিন।
বক্তারা বলেন, ২০২৪ সালেই প্রয়োজনে ভাড়া করা ক্যাম্পাসে সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঠদান কার্যক্রম চালু করতে হবে। সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সুন্দরবনের জীববৈচিত্র্য নিয়ে গবেষণা, দুযোর্গ ও উপকূলীয় এলাকা নিয়ে গবেষণা, পর্যটন বিষয়ে গবেষণা এবং সাতক্ষীরার সাদা সোনা নামে খ্যাত বাগদা চিংড়ীর উৎপাদন নিয়ে গবেষণা হতে হবে। বিশ্ববিদ্যালয় শুধু যান্ত্রিক হলে হবে না, মানবিকও হতে হবে। শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি চর্চা করতে হবে।
বক্তারা জেলা সদরে সাতক্ষীরা-খুলনা মহাসড়কে সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনে জমি অধিগ্রহণ ও অবকাঠামো নির্মাণের আহবান জানান।
একই সাথে সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে খান বাহাদুর আহছানুল্লাহ হল, বিজ্ঞানী পিপি রায় হল, সায়মা ওয়াজেদ পুতুল হল, জেলার যে কোনো একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধার নামে হল তৈরির দাবি জানানো হয়।