সোমবার , ৬ নভেম্বর ২০২৩ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

সাবের হোসেন চৌধুরীর সঙ্গে পিটার হাসের দুই ঘণ্টাব্যাপী বৈঠক

প্রতিবেদক
the editors
নভেম্বর ৬, ২০২৩ ১০:৫১ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রীর পরিবেশ ও জলবায়ুবিষয়ক বিশেষ দূত ও সংসদ সদস্য (এমপি) সাবের হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

সোমবার (৬ নভেম্বর) সাবের হোসেন চৌধুরীর পরীবাগের বাসায় প্রায় দুই ঘণ্টার এ বৈঠক হয়।

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস সোমবার বেলা সোয়া ২টায় সাবের হোসেন চৌধুরীর বাসায় প্রবেশ করেন। বিকেল সোয়া ৪টার দিকে তিনি সেখান থেকে বেরিয়ে যান। এ বিষয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কোনো কথা বলেননি তিনি। তবে ঢাকার মার্কিন দূতাবাসের মুখপাত্র স্টিফেন ইবেলি বৈঠকের বিষয়ে জানান, বৈঠকে জলবায়ু পরিবর্তন ইস্যুতে আলাপ হয়েছে। এছাড়া তারা বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়ে আলাপ করেছেন।

এ বিষয়ে সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী সাংবাদিকদের জানিয়েছেন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক প্রাণবন্ত এবং বিস্তৃত। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলার ইস্যুকে সামনে রেখে এই অংশীদারত্ব আরও সমৃদ্ধ ও গভীর করার বিষয়ে রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে আলোচনা অত্যন্ত আনন্দের।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!