আন্তর্জাতিক ডেস্ক: মহাসড়কে ডাকাতির শিকার হয়েছেন দক্ষিণ আফ্রিকার পরিবহনমন্ত্রী সিন্ডিসিওয়ে চিকুঙ্গা। গাড়ির ফেটে যাওয়া টায়ার পরিবর্তনের সময় ডাকাতরা তার মাথায় অস্ত্র ঠেকিয়ে এই ঘটনা ঘটায়।
এসময় বেশ কিছু ল্যাপটপ, মোবাইল ফোন এবং মন্ত্রীর দেহরক্ষীর অস্ত্র লুট করে ডাকাতরা। বুধবার (৮ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, ফেটে যাওয়া টায়ার পরিবর্তন করার জন্য হাইওয়েতে গাড়ি থামানোর পর কিভাবে মাথায় বন্দুক ঠেকিয়ে ডাকাতি করা হয়েছে তা বর্ণনা করেছেন দক্ষিণ আফ্রিকার পরিবহন মন্ত্রী সিন্ডিসিওয়ে চিকুঙ্গা।
দেশটির একটি সংসদীয় কমিটিকে চিকুঙ্গা বলেছেন, গত সোমবার ভোরে এই ঘটনার সময় মুখোশধারী একজন হামলাকারী তার মাথায় বন্দুক ঠেকিয়েছিল। এসময় তারা কিছু ল্যাপটপ, একটি ফোন এবং তার দেহরক্ষীদের অস্ত্র লুট করে নেয় বলেও জানান তিনি।
বিবিসি বলছে, দক্ষিণ আফ্রিকা দীর্ঘকাল ধরে গাড়ি-ছিনতাই, অপহরণ ও ভাঙচুর-এবং-দখলসহ উচ্চমাত্রার অপরাধের সম্মুখীন হয়েছে। কিন্তু দেশটির সরকারের একজন মন্ত্রী সশস্ত্র দেহরক্ষী নিয়ে ভ্রমণ করার সময় গাড়িতে ছিনতাই-ডাকাতির শিকার হওয়ার মতো ঘটনা খুবই অস্বাভাবিক।
চিকুঙ্গা এমপিদের বলেছেন, ‘আমি অক্ষত আছি, কিন্তু পুরো অভিজ্ঞতাটি ছিল খুবই বেদনাদায়ক।’
তিনি বলেন, জোহানেসবার্গের দক্ষিণে একটি প্রধান সড়কে ভ্রমণ করার সময় গত সোমবার স্থানীয় সময় ভোর সাড়ে তিনটার দিকে তার গাড়ির টায়ার ফেটে যায় এবং সেটি পরিবর্তন করতে তার দেহরক্ষীরা গাড়ি থেকে বেরিয়ে এসেছিলেন।
তখনই ডাকাতরা কাছে এসে দেহরক্ষীদের জোর করে মাটিতে ফেলে দেয় এবং তারপর গাড়ির দরজা খুলে দেয়। মন্ত্রী বলছেন, এরপর তারা ‘আমার মাথায় একটি বন্দুক ঠেকিয়ে আমাকে বেরিয়ে আসার নির্দেশ দেয়’।
তিনি আরও বলেন, ডাকাতরা তার কাছে টাকা দাবি করে, কিন্তু নিজের কাছে কোনও নগদ অর্থ না থাকার কথা জানালে তারা গাড়ির মধ্যে দিয়ে তল্লাশি চালায় এবং হাতে যা পেয়েছিল, সবই নিয়ে যায়।
এরপর বন্দুক দিয়ে হুমকি দিয়ে ডাকাতরা ওই মন্ত্রীর আংটি নেওয়ার চেষ্টা করে। কিন্তু পরিবহনমন্ত্রী সিন্ডিসিওয়ে চিকুঙ্গা তাদের বলেন: ‘আমার মৃত স্বামীর এই একমাত্র জিনিসই আমার কাছে আছে, এটা আমার কাছে অনেক মূল্যবান।’
একপর্যায়ে মন্ত্রী প্রার্থনা করা শুরু করলেও তাকে চুপ থাকতে বলা হয়। চিকুঙ্গা সংসদ সদস্যদের বলেন, ‘আমরা ভালো আছি, আমরা সুস্থ আছি, আমরা বেঁচে আছি। তবে এটি ভয়ঙ্কর অভিজ্ঞতা ছিল… সৃষ্টিকর্তা আমাদের প্রতি করুণা করেছিলেন।’
পুলিশের মুখপাত্র ব্রিগেডিয়ার অ্যাথলেন্ডা ম্যাথের বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, সোমবার ভোরে মহাসড়কে ডাকাতির ঘটনা ঘটেছে বলে পুলিশ নিশ্চিত করেছে। একইসঙ্গে নজিরবিহীন এই ঘটনার পর অনুসন্ধান শুরু হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।