ডেস্ক রিপোর্ট: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. আসাদুজ্জামান বাবু৷
সোমবার (২৭ নভেম্বর) স্থানীয় সরকার মন্ত্রণালয় আসাদুজ্জামান বাবুর পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপনে সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা করা হয়।
এর আগে রোববার বিকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ (সদর) আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পান তিনি।
আশির দশকের ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান বাবু ইতোপূর্বে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও সদর উপজেলা পরিষদ নির্বাচনে টানা দুইবার দলীয় প্রার্থী হিসেবে বিপুল ভোটে উপজেলা চেয়ারম্যান হিসেবে বিজয়ী হন। করোনাকালীন সময়ে জনগণের পাশে থেকে আস্থাভাজন হয়ে ওঠেন আসাদুজ্জামান বাবু।
এ ব্যাপারে সাতক্ষীরা-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ আসাদুজ্জামান বাবু বলেন, দল আমার উপর যে বিশ্বাস নিয়ে মনোনয়ন দিয়েছে, ইনশাআল্লাহ্ আমি সেটি রক্ষা করতে পারবো। এজন্য সাতক্ষীরা-২ আসনের সর্বস্তরের দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।