ডেস্ক রিপোর্ট: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২১৮ আসনে প্রার্থী দিয়েছিল জাকের পার্টি। তবে ৭ থেকে ৮টি আসনে প্রার্থী রেখে ২১০ আসনে প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে দলটি।
রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার।
তিনি বলেন, ২১৮টি আসনের মধ্যে ৭ থেকে ৮ আসনে প্রার্থী রেখে বাকিগুলো প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট সব জায়গায় আবেদন করা হয়েছে।
আসনগুলো প্রত্যাহারের কারণ হিসেবে জাকের পার্টির মহাসচিব বলেন, আমরা নির্বাচনে আছি। নির্বাচন বর্জন করিনি। এই কয়েকটা আসনে যেন ভালোভাবে নির্বাচন করতে পারি, ভালো প্রতিদ্বন্দ্বিতা করতে পারি, সেজন্যই আমরা এই কয়েকটা আসন রাখলাম, যাতে পূর্ণশক্তি নিয়ে কাজ করতে পারি।