কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলা পরিষদের সাবেক সাবেক চেয়ারম্যান, কালনা আমিনিয়া ফাজিল মাদ্রাসার সাবেক আরবী প্রভাষক মাওলানা আ.খ.ম তমিজ উদ্দিন (৮৫) ইন্তেকাল করেছেন (ইন্না…. রাজেউন)। মৃত্যুকালে তিনি ১ পুত্র, ৩ কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাত ১০টায় কয়রা উপজেলার দেয়াড়া গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি।
মরহুম মাওলানা আখম তমিজ উদ্দিন কয়রা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাস্টার সদর উদ্দিন আহমেদের আপন সেজ ভাই।
মরহুমের নামাজে জানাযা শুক্রবার জুম্মাবাদ মহারাজপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়।
তার জানাযায় হাজার হাজার মানুষ অংশ নেন।
জানাযার নামাজের পূর্বে মরহুমের কর্মময় জীবনের উপর সংক্ষিপ্ত আলোচনা করেন কয়রা উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা ইমরান হোসেন, মহারাজপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্যাহ আল মাহমুদ, কালনা আমিনিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইউনুস আলী, মাওলানা মাহফুজুর রহমান, পাইকগাছা জাপার সাবেক আহবায়ক মোস্তফা কামাল জাহাঙ্গীর, অ্যাড. মোস্তাফিজুর, মরহুমের ভাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সদর উদ্দিন আহমেদ, মাওলানা আঃ রাজ্জাক,মাওলানা গোলাম সরোয়ার, মাওলানা মিজানুর রহমান, মাওলানা আল রাজ্জাক, মাওলানা গোলাম কুদ্দুস, মাওলানা হাদিউজ্জামান, মাওলানা হাবিল উদ্দিন ঐহিদী, মাওলানা আবু তাহের প্রমুখ।