দেবহাটা প্রতিনিধি: আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচার-প্রচারণা, লিফলেট বিতরণ, মতবিনিময় ও উঠান বৈঠকসহ দিনভর গণসংযোগ অব্যাহত রেখেছেন দেবহাটা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মিসেস আমেনা রহমান।
প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার কুলিয়া, পারুলিয়া, সখিপুর, নওয়াপাড়া ও দেবহাটা সদর ইউনিয়নের হাট-বাজার, জনগুরুত্বপূর্ণ স্থানসহ প্রত্যেকটি অলি-গলি ঘুরে ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় ও সমর্থন প্রত্যাশা করে গণসংযোগ করছেন তিনি।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার দেবহাটা সদর ইউনিয়নের ভাঁতশালা, চরশ্রীপুর, টাউনশ্রীপুর, সুশীলগাতি, দেবহাটা বাজার, বসন্তপুর, নওয়াপাড়া ইউনিয়নের নাংলা ও নওয়াপাড়া বাজারে গণসংযোগ করেন তিনি।
গণসংযোগকালে মিসেস আমেনা রহমান স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে মডেল উপজেলা পরিষদ গড়ে তোলার পাশাপাশি উপজেলার অবকাঠামোগত উন্নয়ন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ও সাধারণ মানুষের ভাগ্যন্নোয়নে নিরালস কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।