ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাশেম ও উপাধ্যক্ষ প্রফেসর আল মুস্তানসীর বিল্লাহর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সাতক্ষীরা সরকারি কলেজ শাখার নেতৃবৃন্দ।
বুধবার (২৭ নভেম্বর) সকালে নেতৃবৃন্দ অধ্যক্ষ-উপাধ্যক্ষের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এসময় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সাতক্ষীরা সরকারি কলেজ শাখার পক্ষ থেকে তাদের কাছে জুলাই গণঅভ্যুত্থানের একটি দেয়ালিকা হস্তান্তর করা হয়।
অধ্যক্ষ-উপাধ্যক্ষের সাথে সৌজন্য সাক্ষাতকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মুহাম্মদ ইমরান হোসেন, সাতক্ষীরা সরকারি কলেজ শাখার আহ্বায়ক আল শাহরিয়ার, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, মহিন শেখ, জি. এম আবদুল্লাহ, জেসমিন সুলতানা দিয়া, সদস্য সচিব মোঃ ইকবল হোসেন, যুগ্ম সদস্য সচিব মোঃ নূরে আলম সোহাগ, এম এম জাহাঙ্গীর আলম, মো: আলমামুন হোসেন ফারহান, মোঃ ইমরান নাজির, সজীব মন্ডল, কার্যকারী সদস্য কাজী মহিউদ্দীন, নাহিদ হাসান ফারদিন, সাগর হোসেন প্রমুখ।