গাজী মাহিদা মিজান: সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় আরও নয়জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাড়ালো ৩৬-এ।
রোববার (১৩ আগস্ট) সাতক্ষীরা সিভিল সার্জনের কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
নতুন নয়জন ডেঙ্গু আক্রান্ত রোগীর মধ্যে সাতক্ষীরা সদর হাসপাতালে দুইজন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চারজন, কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন ও তালা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ভর্তি হয়েছেন।
ডা. জয়ন্ত সরকার জানান, ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত জেলায় ২৪০ জন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। ১৮৫জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ১৮জনকে অন্যত্র রেফার্ড করা হয়েছে। এছাড়া ৩৬জন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।