ডেস্ক রিপোর্ট: মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সাতক্ষীরায় যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে পালিত হচ্ছে পবিত্র ঈদ-উল-ফিতর।
সোমবার সকাল ৮টায় সাতক্ষীরা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন সুলতানপুর বড় বাজার মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আবদুল আলেক। সেখানে ঈদের জামাতে অংশ নেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহম্মেদ, পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম, ঈদগাহ কমিটির সেক্রেটারি ডা.আবুল কালাম বাবলাসহ রাজনৈতিক নেতা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
এসময় জেলা প্রশাসক মোস্তাক আহম্মেদ পবিত্র মাহে রমজানের শিক্ষা নিয়ে কুরআন ও সুন্নাহ ভিত্তিক সমাজ গঠনের আহবান জানান।
একই সাথে জেলার সর্বত্র সুবিধামত সময়ে ঈদের নামায আদায় করেন ধর্মপ্রাণ মুসুল্লীরা।
এদিকে, পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে জেলার বিনোদন কেন্দ্রগুলোতে শিশু-কিশোরদের উপচেপড়া ভীড় পরিলক্ষিত হচ্ছে। সাতক্ষীরার মোজাফফর গার্ডেন, দেবহাটার রূপসী ম্যানগ্রোভ ও শ্যামনগরের আকাশলীনায় যেন তিল ধারণের ঠাই নেই।