বৃহস্পতিবার , ৫ ডিসেম্বর ২০২৪ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

সাবেক অজি ওপেনার এখন ইতালির অধিনায়ক

প্রতিবেদক
the editors
ডিসেম্বর ৫, ২০২৪ ৭:০৪ অপরাহ্ণ

স্পোর্টস ডেস্ক: মৃত ভাইয়ের প্রতি শ্রদ্ধা জানাতেই ইতালির হয়ে ক্রিকেট খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার জো বার্নস। গত জুন মাসে তিনি ফুটবল-জনপ্রিয় দেশটির হয়ে ক্রিকেট ক্যারিয়ারও শুরু করেন। এবার ইতালির অধিনায়কের দায়িত্বও দেওয়া হয়েছে বার্নসকে।

এর আগে চলতি বছরের মে মাসে অস্ট্রেলিয়া ছেড়ে ইতালিতে পাড়ি জমান ৩৫ বছর বয়সী এই ব্যাটার। তার জন্ম ব্রিসবেনে হলেও, মায়ের সূত্রে ইতালিতেও তার নাড়ি পোতা রয়েছে। ইতালির নেতৃত্ব পাওয়া প্রসঙ্গে বার্নস জানিয়েছেন, ‘আন্তর্জাতিক পর্যায়ে ইতালির নেতৃত্ব পেয়ে আমি অনেক সম্মানিতবোধ করছি।’

এক বিবৃতিতে তিনি আরও জানান, ‘আমার জন্য এটি হচ্ছে পরিবারের শেকড়ে ফিরে আসা। ইতালিয়ান ক্রিকেটের দারুণ সম্ভাবনা রয়েছে এবং আমি তাদের এই অগ্রগতিতে অবদান রাখতে চাই। দলের সতীর্থদের সঙ্গে মিলে কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ ও ভক্তদেরও গর্বিত করতে চাই আমাদের পারফরম্যান্সে।’

ইতালিয়ান ক্রিকেট ফেডারেশনের সভাপতি ফ্যাবিও মারাবিনি বলেছেন, ‘প্রথমদিন থেকেই জো (বার্নস) বেশ উদার ও পেশাদার মানসিকতা দেখিয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিজ্ঞতা ও স্পিরিট ছড়িয়ে দিয়েছে দলের অন্যদের মাঝেও। ইতালিয়ান ক্রিকেটকে যে আমরা নতুন পর্যায়ে নিয়ে যেতে চাই তারই প্রাথমিক ধাপ তাকে অধিনায়কত্ব দেওয়া। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের নেতৃত্বেও আমরা তাকে বিবেচনায় রেখেছি।’

বার্নস এখন পর্যন্ত ইতালির হয়ে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন, যেখানে ৭০.৩৩ গড় এবং ১৪৪.৫২ স্ট্রাইকরেটে ২১১ রান করেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য গ্রুপ ‘এ’র উপ-আঞ্চলিক বাছাইয়ে রোমানিয়ার বিপক্ষে সর্বশেষ ম্যাচে তিনি খেলেন ৫৫ বলে ১০৮ রানের ইনিংস। এ ছাড়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেও বার্নসের মনোযোগ রয়েছে। সংযুক্ত আরব-আমিরাতের টুর্নামেন্ট আইএলটি-২০ এর দুবাই ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজি চুক্তিবদ্ধ হয়েছে তার সঙ্গে। এর আগে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ এবং ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্টে খেলার অভিজ্ঞতা আছে বার্নসের।

উল্লেখ্য, বার্নস অস্ট্রেলিয়া দলের হয়ে সর্বশেষ খেলেছেন ২০২০ সালের ডিসেম্বরে। ২৩ টেস্টে চার সেঞ্চুরি ও সাত হাফসেঞ্চুরিতে ১ হাজার ৪৪২ রান করেছেন জো বার্নস। এ ছাড়া ৬টি ওয়ানডে খেলেছেন তিনি। ওয়ানডে অভিষেকেই পেয়েছিলেন হাফসেঞ্চুরির দেখা। যদিও পরে ধারাবাহিকতা ধরে রাখতে না পারায় দল থেকে বাদ পড়েন।

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!