আলী আজীম, মোংলা (বাগেরহাট): স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করেছে মোংলাবাসী।
শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ৮টায় উপজেলা প্রশাসক আফিয়া শারমিন প্রথমে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর পৌরসভা কর্তৃপক্ষ, বীর মুক্তিযোদ্ধাগণ, মোংলা থানা পুলিশসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার ও মোংলা পোর্ট পৌর প্রশাসক আফিয়া শারমিন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম মাসুদ রানা, মোংলা থানা অফিসার ইনচার্জ মোঃ আনিসুর রহমান, মোংলা পৌর কর্মচারী সংসদের সাধারণ সম্পাদক মো. মোহসীন হোসেন, পৌর স্বাস্থ্য সহকারী মো. মাসুদ আলম ও বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।