রবিবার , ১৫ ডিসেম্বর ২০২৪ | ৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

কালিগঞ্জে এসিল্যান্ডের উপর হামলার ঘটনায় গ্রেফতার ৩

প্রতিবেদক
the editors
ডিসেম্বর ১৫, ২০২৪ ৬:০৪ অপরাহ্ণ

মাসুদ পারভেজ, কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজারের সরকারি পেরিফেরিভুক্ত জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদকালে এসিল্যান্ড ও তার কর্মচারীদের উপর হামলা ও মারপিটের ঘটনায় থানায় দায়ের করা মামলায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাতভর অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এর আগে কালিগঞ্জ উপজেলার বসন্তপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা মোশারফ হোসেন বাদী হয়ে গত ১৩ ডিসেম্বর রাতে সরকারি কাজে বাধা প্রদান, সরকারি কর্মচারীদের ওপর হামলা ও মারপিটের ঘটনায় ১৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৩০/৪০ জনের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার বসন্তপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে গ্রাম্য হোমিওপ্যাথিক ডাক্তার সিদ্দিকুর রহমান (৪৫), শীতলপুর গ্রামের শেখ নুর আলীর ছেলে সাইদুর বস্ত্রালয়ের কর্মচারী বিল্লাল হোসেন (৩০) এবং একই গ্রামের হাফিজুর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান ওরফে লেদ খোকন ( ৪৫)।

তাদের রোববার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, উপজেলা প্রশাসনের দায়ের করা মামলায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!
preload imagepreload image