ডেস্ক রিপোর্ট: আশি ও নব্বই দশকের সাতক্ষীরা জেলা ক্রিকেট দলের খেলোয়াড়দের অংশগ্রহণে অনুষ্ঠিত মাস্টার্স ক্রিকেট ম্যাচে জয় পেয়েছে সবুজ দল।
শুক্রবার (২০ ডিসেম্বর) সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে এই ম্যাচ অনুষ্ঠিত হয়।
এতে প্রথমে ব্যাট করতে নেমে লাল দল ২৫ ওভারে ১৫৭ রান সংগ্রহ করে।
জবাবে ব্যাট করতে নেমে সবুজ দল শুরুর দিকে কিছুটা ধীরগতির হলেও দ্রুত ঘুরে দাঁড়ায়। শেষ পর্যন্ত ৩ বল হাতে রেখে ২ উইকেট হারিয়ে ১৬০ রান সংগ্রহ করে বিজয় অর্জন করে। অপরাজিত ৬০ রান করে দলকে জয়ী করতে বিশেষ ভূমিকা রাখেন বিজয়ী দলের ইদ্রিস বাবু এবং তিনিই ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।