সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরে চাঞ্চল্যকর আব্দুল আজিজ হত্যা মামলা থেকে অব্যাহতি না পেয়ে এক আসামি বিএনপি নেতা মাসুদুল আলমের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছেন বলে অভিযোগ উঠেছে।
আপন ভাইকে হত্যা মামলার আসামি ওই ব্যক্তি গণমাধ্যম কর্মীদের ভুল বুঝিয়ে একের পর এক মিথ্যা সংবাদ পরিবেশন করে গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা মাসুদুল আলমের রাজনৈতিক চরিত্র হননের অপচেষ্টা চালাচ্ছেন বলেও অভিযোগ।
রোববার দুপুর ২টায় শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেছেন শ্যামনগর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি.এম মাসুদুল আলম।
শ্যামনগর উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, গাবুরার ডুমুরিয়া গ্রামে মৃত শেখ আছির উদ্দীনের ছেলে পল্লী চিকিৎসক শেখ আব্দুল আজিজকে পিটিয়ে হত্যার অভিযোগে তার ভাই শেখ আব্দুল হাকিমসহ কয়েক জনের বিরুদ্ধে মামলা হয়। আব্দুল আজিজের কন্যা আজমুন নাহার বাদী হয়ে শ্যামনগর থানায় মামলাটি করেন। শেখ আব্দুল হাকিম মামলা থেকে পরিত্রাণ পেতে গাবুরার চেয়ারম্যান হিসেবে আমার সহযোগিতা কামনা করেন। কিন্তু হত্যা মামলা হওয়ায় আমি তাকে সহযোগিতা করিনি। সেই ক্ষোভে শেখ আব্দুল হাকিম মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করেই চলেছেন। গাবুরায় বিগত ১৫ বছরের শাসন আমলে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতা কর্মীরা সাধারণ জনগণ, বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দেওয়া, হামলা, খুন, ঘের দখল, জমি দখলসহ লুটপাট করেছে।
আওয়ামীলীগ ও জাতীয় পার্টির নেতাকর্মীর মধ্যে যারা কুকর্ম করেছে তারা জনগণের রোষানালের ভয়ে কেউ কেউ আত্মগোপনে রয়েছে। সেখানে আমি কারো বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করিনি। শেখ আব্দুল হাকিম গাবুরা ইউনিয়ন জাতীয় পার্টির সাবেক সভাপতি ও সাংবাদিক হওয়ায় মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন।
তিনি বলেন, ডুমুরিয়া বাজারের শেখ মার্কেট কেউ দখল করেনি। বরং স্থানীয় বিএনপির উৎসাহী সমর্থকরা ভিডসূত্রে দলীয় অফিস করেন। পরবর্তীতে ঐ মার্কেটের জায়গা নিয়ে বিরোধ জানতে পেরে আমি অফিসের সাইন বোর্ড নামানোসহ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করি। এমনকি গোডাউন বা কোন কিছু লুট করা হয়নি। তাছাড়া গোডাউন বা বাড়িঘর লুটপাট, ভাঙচুর আমি করিনি বা করাইনি। এমনকি আমার কোন বাহিনী নেই।
আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে সকলের নিকট হেয় প্রতিপন্ন করতে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। আমার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো সাংবাদিকরা এলাকায় সরেজমিনে গিয়ে তদন্ত করে দেখতে পারে।
এ সময় বিএনপি উপজেলা সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, সিনিয়র সহ-সভাপতি লিয়াকত আলী, সহ-সভাপতি পদ্মপুকুর ইউপি চেয়ারম্যান আমজাদুল ইসলাম আমজাদ, যুবদলের উপজেলা সদস্য সচিব আনোয়ারুল ইসলাম (আঙ্গুর), স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জুলফিকার সিদ্দিক, শ্রমিকদলের আহবায়ক রফিকুল ইসলাম রফিক, ছাত্রদল সভাপতি আবুসহ বিএনপি ও তার অংগসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।