রিজাউল করিম: সাতক্ষীরায় আনুষ্ঠানিকভাবে যাত্রা করলো বুনিয়াদ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ।
বুধবার শহরের কাটিয়ায় স্কুল ক্যাম্পাসে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বুনিয়াদ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নূরজাহান খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার আবুল খায়ের।
রেজওয়ানুল আলম রিজভীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক দৃষ্টিপাতের সম্পাদক জি.এম.নূর ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন, স্কুলের সভাপতি অধ্যাপক নওশাদ আলম লিপন ও বুনিয়াদ কোচিং সেন্টারের সাবেক ছাত্র মাকসুদ হোসেন।
অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়।