কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রায় ৩৪ কেজি হরিণের মাংসসহ মোঃ ইকবাল মোড়ল (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৩ জানুয়ারি) সকালে কয়রার কালনা বাজারস্থ কালনা আমিনিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন এলাকা থেকে হরিণের মাংস পাচারকালে তাকে আটক করা হয়।
আটক ইকবাল জেলার পাইকগাছা উপজেলার কাশিমনগর গ্রামের মৃত আমিন উদ্দীন মোড়লের ছেলে।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জি এম ইমদাদুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন থেকে অবৈধভাবে শিকারকৃত হরিণের মাংস পাচারের প্রস্তুুতিকালে এস আই প্রণয় মন্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে হরিণের মাংসসহ তাকে আটক করে। এ ব্যাপারে বন্যপ্রাণী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া উদ্ধারকৃত হরিণের মাংস কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অনুমতিক্রমে মাটিতে পুতে বিনষ্ট করা হয়েছে।