মৃত্যুঞ্জয় রায় অপূর্ব: ১০ দিন আগেও প্রতি কেজি কাঁচামরিচের দাম ছিল ১৮০ থেকে ২০০ টাকা। এখন তা বেড়ে ৫০০ টাকায় দাড়িয়েছে। অর্থাৎ ১০ দিনের ব্যবধানে বেড়েছে প্রায় ৩০০ টাকা। বিক্রেতারা বলছেন, বৃষ্টির কারণে যোগান কম হওয়ায় দাম বাড়ছে।
রোববার সাতক্ষীরার সুলতানপুর বড়বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।
দাম হঠাৎ বাড়ার কারণ হিসেবে জানতে চাইলে বিক্রেতারা বলেন, বাংলাদেশে ঝালের ‘যোগান কম’। এবার অতি বৃষ্টি হওয়ায় বাংলাদেশে ঝাল উৎপাদন হয় নি। যার কারণে আমরা দেশি ঝাল পাচ্ছি না। এজন্য ঝালের দামটাও বেশি ।
সাতক্ষীরা বড়বাজারের কাঁচামরিচ বিক্রেতা প্রশান্ত দাশের কাছে জানতে চাইলে তিনি বলেন, বৃষ্টির কারণে ঝালের উৎপাদন কমে গেছে। তাই দামও বেড়েছে। কারণ আমরা দেশি ঝাল পাচ্ছি না। আর ভারত থেকে ঝাল আসলে ঝালের দাম কমে যাবে বলে জানান তিনি।
ঝালভেদে দামে কিছুটা হের ফের আছে জানিয়ে ঝাল বিক্রেতা আজিম বলেন, ‘ভারতের ঝাল আমরা ৪০০ টাকায় বিক্রি করছি। আর বাংলাদেশের ঝাল কেজি প্রতি ৫০০ টাকা বিক্রি করছি। কারণ আমরা ঝাল পাচ্ছি না। ঝালের উৎপাদন বেশি হলে দেশি ঝালের দাম কমে যাবে আশা করি।