the editors logo
সোমবার , ৭ অক্টোবর ২০২৪ | ২৪শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

প্রধান উপদেষ্টার ২৫ দফা বাস্তবায়নে সচিবদের নির্দেশনা

প্রতিবেদক
admin
অক্টোবর ৭, ২০২৪ ১১:০১ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: ছাত্র-জনতার অভ্যুত্থানে গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দেওয়া ২৫ দফা অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নে সচিবদের নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

সম্প্রতি মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের সই করা এই চিঠি বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের কাছে পাঠানো হয়।

চিঠিতে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে গত ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত সচিব-সভায় প্রধান উপদেষ্টা সিনিয়র সচিব/সচিবদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বিভিন্ন দিক-নির্দেশনা দিয়েছেন।

১. ছাত্র-জনতার অভ্যুত্থানে সৃষ্ট নতুন বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য সরকারের সব পর্যায়ে সংস্কার কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের লক্ষ্যে প্রধান উপদেষ্টার ‘মার্চিং অর্ডার’ অনুসরণ করতে হবে।

২. সৃষ্টিশীল, নাগরিক-বান্ধব মানসিকতা নিয়ে প্রতিটি মন্ত্রণালয়/বিভাগকে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার পরিকল্পনা এবং একই সাথে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি সংস্কার কর্মসূচি বাস্তবায়নের জন্য সময়াবদ্ধ কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে।

৩. সংস্কার কর্মসূচি প্রণয়নে প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্টদের সাথে আলোচনা ও মতামত গ্রহণ করতে হবে।

৪. বিবেক ও ন্যায়বোধে উজ্জীবিত হয়ে সবাইকে স্ব স্ব ক্ষেত্রে সততা, নিষ্ঠা, জবাবদিহিতা নিশ্চিত করে নতুন বাংলাদেশ গড়তে হবে।

৫. নতুন বাংলাদেশ গড়ার জন্য গৎবাঁধা চিন্তাভাবনা থেকে বেরিয়ে এসে, চিন্তার সংস্কার করে, সৃজনশীল উপায়ে জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকারি কার্যক্রম পরিচালনা করতে হবে।

৬. দুর্নীতির মূলোৎপাটন করে, সেবা সহজীকরণের মাধ্যমে জনগণের সর্বোচ্চ সন্তুষ্টি অর্জন করতে হবে।

৭. বাজেটের স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে।

৮. সরকারি ক্রয়ে যথার্থ প্রতিযোগিতা নিশ্চিত করতে হবে এবং স্বচ্ছতা, জবাবদিহি নিশ্চিতে বিদ্যমান প্রতিবন্ধকতাসমূহ দূর করতে হবে।

৯. বর্তমানে বাংলাদেশকে নিয়ে বিশ্বব্যাপী যে আগ্রহ, ইতিবাচক ধারণা তৈরি হয়েছে, দেশের স্বার্থে তা সর্বোত্তম উপায়ে কাজে লাগাতে হবে।

১০. নিজ কর্তব্যকর্মে দায়িত্ববোধ ও সংবেদনশীলতা বজায় রাখতে হবে।

১১. সেবাপ্রার্থীদের কেউ যেন কোনোরূপ ভোগান্তি, হয়রানি কিংবা কোনো কারণে দীর্ঘসূত্রতার শিকার না হয়, তা নিশ্চিত করতে হবে।

১২. আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির ব্যবস্থা করতে হবে।

১৩. প্রতিটি মন্ত্রণালয়/বিভাগকে অগ্রাধিকার ভিত্তিতে কার্যক্রম গ্রহণ করতে হবে।

১৪. জরুরি সরবরাহসমূহ নিশ্চিত করে তা অব্যাহত রাখতে হবে।

১৫. কৃষি উৎপাদন যাতে ব্যাহত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।

১৬. সরকারকে জনবান্ধব সরকারে পরিণত করতে সমবেতভাবে কাজ করতে হবে।

১৭. মানবসম্পদ উন্নয়নে যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে এবং প্রশিক্ষণ কার্যক্রম যাচাই করে প্রয়োজনে সংস্কার করতে হবে।

১৮. বিদ্যুৎ উৎপাদন, সরবরাহ ও সঞ্চালন যাতে ব্যাহত না হয়, সে বিষয়ে তৎপর থাকতে হবে।

১৯. শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে হবে।

২০. গ্যাসের দেশীয় উৎপাদন বাড়াতে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।

২১. খাদ্য সংগ্রহ, মজুদ ও সরবরাহ সন্তোষজনক রাখতে হবে।

২২. আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় উৎপাদন বাড়াতে হবে। আমদানির বিকল্প উৎস বের করতে হবে।

২৩. ভোগ্যপণ্যের বাজার নিয়মিত তদারকি করতে হবে।

২৪. শিল্প উৎপাদন যাতে ব্যাহত না হয়, তা নিশ্চিত করতে হবে।

২৫. আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে।

সচিবদের উদ্দেশে চিঠিতে আরও বলা হয়, প্রধান উপদেষ্টার দেওয়া এসব নির্দেশনা ও সিদ্ধান্ত অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নে আপনার একান্ত সহযোগিতা ও উদ্যোগ কামনা করছি। প্রধান উপদেষ্টার সদয় নির্দেশনা অনুযায়ী প্রযোজ্য ক্ষেত্রে আপনার মন্ত্রণালয়/বিভাগ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে সে সম্পর্কে অগ্রগতি মন্ত্রিপরিষদ বিভাগকে অবহিত রাখার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

কালিগঞ্জে আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে মাসুদা খানম মেধার মতবিনিময়

সুন্দরবন থেকে ২৫ কেজি হরিণের মাংস জব্দ

তাহসানকে যেসব প্রতিশ্রুতি দিলেন রোজা

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের সিদ্ধান্ত

বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল চলছে

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কুখ্যাত রাজাকার খান রোকনুজ্জামান গ্রেপ্তার

১৮ মাসের মধ্যে দেশে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে: ওয়াকার-উজ-জামান

আমিরাত-সৌদি আরবে আশ্রয় খুঁজছেন শেখ হাসিনা

মোংলায় বিএনপির ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ

ফেলনা প্লা‌স্টি‌কের বি‌নিম‌য়ে গা‌ছের চারা উপহার পেল সিলভার জুব‌লি ম‌ডেল প্রাথ‌মিক বিদ্যাল‌য়ের ৩ শতাধিক ‌শিক্ষার্থী‌

error: Content is protected !!