ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় দাম বেড়েছে কাঁচা তরকারির। বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকলেও প্রতিটি তরকারি কেজিতে ২০-৩০ টাকা বেড়েছে। এতে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। ক্রয় ক্ষমতার বাইরে চলে যাওয়ায় হতাশ হয়ে পড়ছেন তারা।
শুক্রবার (৫ জুলাই) সাতক্ষীরা শহরের সুলতানপুর বড় বাজারে গিয়ে দেখা গেছে, ঢেড়স কেজিপ্রতি ৫০ টাকা, কাঁচাকলা ৬০ টাকা, কাঁচা পেপে ৪০ টাকা, পটল ২০ টাকা, আলু ৫০ টাকা, টমেটো ১০০ টাকা, মিষ্টি কুমড়া ২০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া কাঁচা মরিচের দাম বেড়ে ২শ থেকে আড়াইশ টাকা কেজি বিক্রি হচ্ছে।
বিক্রেতারা বলছেন, বৃষ্টির অজুহাতে আড়তে প্রতিটি তরকারির দাম বেড়েছে। তাই তাদেরও বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
এদিকে, ক্রেতারা বলছেন, বাজারে সবকিছুর দাম আকাশ ছোয়া। কোনোভাবেই নির্দিষ্ট আয়ে জীবনযাপন সম্ভব হচ্ছে না।
সুলতানপুর বড় বাজারে কেনাকাটা করতে আসা আজিজুর রহমান বলেন, আগে ১০০ টাকার তরকারি কিনলে সপ্তাহ চলে যেত। এখন ৩০০ টাকায়ও সপ্তাহের তরকারি কেনা যাচ্ছে না। খরচ দুই তিন গুণ বেড়ে গেছে।