মেহেদী হাসান শিমুল: দুই শতাধিক অসহায় দুস্থ ও পঙ্গুত্ববরণকারী ব্যক্তিকে নিয়ে শুক্রবার (২৮ মার্চ) ব্যতিক্রমধর্মী এক ইফতার মাহফিলের আয়োজন করেন সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. এম শাহ আলম।
সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির হলরুমে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি অ্যাড. আবু বকর সিদ্দীক, অ্যাড. সাধারণ সম্পাদক শেখ ইমদাদ হোসেন, সিনিয়র আইনজীবী অ্যাড. আকতারুজ্জামান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাড. আবুল কালাম আজাদ, অ্যাড. আল আমিন, অ্যাড. মেহেদী হাসান, অ্যাড. জেড আব্দুল্লাহ আল মামুন, অ্যাড. শামসুদ্দোহা খোকন, অ্যাড. সাহেদুজ্জামান শাহেদ, অ্যাড. রফিকুল ইসলাম, অ্যাড. আব্দুস সালাম, অ্যাড. শেখ শাহরিয়ার হাসিব, অ্যাড. আশরাফুল কবির পলাশ, অ্যাড. সোহরাব হোসেন, অ্যাড. ফেরদৌসি সুলতানা প্রমুখ।
এসময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অ্যাড. জিয়াউর রহমান।