ডেস্ক রিপোর্ট: বহু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সাতক্ষীরা আহছানিয়া মিশনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা পূর্বক ৬ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
গত ৬ নভেম্বর সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদ স্বাক্ষরিত ০৫.৪৪.৮৭০০.০১০.৬০.০০৬.২৪.২৫১ নং স্মারকের পত্রে এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে সাতক্ষীরার জেলা প্রশাসক মোস্তাক আহমেদকে আহবায়ক ও সমাজসেবার উপপরিচালক সন্তোষ কুমার নাথকে সদস্যসচিব করা হয়েছে।
এছাড়া পুলিশ সুপারের একজন প্রতিনিধি, জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রিংকন বিশ্বাস, ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরার উপ-পরিচালক মেহেদি হাসান ও জেলা শিক্ষা অফিসার আবুল খায়েরকে সদস্য করা হয়েছে।