দেবহাটা প্রতিনিধি: র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে সাতক্ষীরার দেবহাটায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফিরে উপজেলা পরিষদে ফিরে আসে।
পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়ানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি মো. মুজিবর রহমান।
সভায় কুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আছাদুল হক, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, সখিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্মল কুমার মন্ডল, পারুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফরহাদ হোসেন হীরাসহ উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের সচিব, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ও গ্রাম পুলিশবৃন্দ উপস্থিত ছিলেন।