রবিবার , ৭ জুলাই ২০২৪ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

‘ভারতের উদযাপন দেখে লোম দাঁড়িয়ে যায়, মনে হয় কবে এরকম চ্যাম্পিয়ন হব’

প্রতিবেদক
Shimul Sheikh
জুলাই ৭, ২০২৪ ৬:৪৩ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট: এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ হয়নি মোহাম্মদ সাইফউদ্দিনের। তবে এই অলরাউন্ডার বেশ অনেকদিন ধরেই খেলছেন জাতীয় দলে।
দেশের ক্রিকেটে এখন অবধি আসেনি বড় কোনো শিরোপা, এটা ভালোভাবেই অনুভব করেন সাইফউদ্দিন।

এবারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। এরপর তাদের ‍উদযাপন নজর কেড়েছে পুরো বিশ্বের। হাজারো মানুষ রাস্তায় নেমে এসে ট্রফি নিয়ে উদযাপন করেছেন। সেটি চোখে পড়েছে সাইফউদ্দিনেরও। এরপর তার মনে হয়েছে, কবে এমন সাফল্য এনে দিতে পারবেন দেশকে।

রোববার মিরপুরে তিনি বলছিলেন, ‘ভারত অনেক উদযাপন করছে বিশ্বকাপ জেতার পর। এগুলো দেখলে আমাদের গায়ের লোম দাঁড়িয়ে যায়। আমরাও মাঝেমধ্যে উপলব্ধি করি কবে এরকম চ্যাম্পিয়ন হব, কবে দেশের মানুষের সঙ্গে এরকম উদযাপন করব। ’

এবারের বিশ্বকাপে সুপার এইটে পৌঁছেছে বাংলাদেশ। গ্রুপ পর্বে চার ম্যাচের তিনটিতেই জেতে তারা। এরপর অবশ্য সেমিফাইনালের সুযোগ এলেও সেটি কাজে লাগাতে পারেনি। সুপার এইটের সবগুলো ম্যাচই হেরে যায় বাংলাদেশ। তাদের খেলা ভালো লেগেছে জানিয়ে সাইফউদ্দিন বলেছেন, স্বপ্ন দেখেন দেশের হয়ে বিশ্বকাপ জেতার।

তিনি বলেছেন, ‘অবশ্যই ভালো খেলছে। যদিও আরও ভালো খেললে আরও ভালো লাগতো। তারপরও ওভারঅল ভালো লেগেছে। লাস্ট একটা সমীকরণ ছিল সেমিফাইনালে উঠার। ভালো সুযোগও ছিল। হয়তো হয়নি। তারপরও আমি ওদের চেষ্টাকে এপ্রিশিয়েট করি। অবশ্যই নিজের দেশ ভালো খেললে তো ভালো লাগেই। ’

‘এটা (বিশ্বকাপ জেতা) আসলে চিন্তা করি। স্বপ্ন দেখি। মানুষের তো আর স্বপ্ন দেখতে দোষ নাই। আমরাও দেখি। ইন শা আল্লাহ হয়তো আমরা এরকম চেষ্টা করতে থাকলে আরও বেশি পরিশ্রম করতে থাকলে। প্রতিটি খেলোয়াড়ের কমিটমেন্ট যদি আরও হাই লেভেলে থাকে ইন শা আল্লাহ আমাদেরও ওই সুযোগ আসবে। ’

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!