বৃহস্পতিবার , ১৭ অক্টোবর ২০২৪ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. English
  2. অনুষ্ঠানসমূহ
  3. অর্থ বাণিজ্য
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. ক্যারিয়ার
  7. খুলনা
  8. খেলা
  9. চট্টগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. পরিবেশ
  14. ফটো গ্যালারি
  15. বরিশাল

সাকিবের দেশে আসা এখনও অনিশ্চিত

প্রতিবেদক
star kids
অক্টোবর ১৭, ২০২৪ ১০:৩৩ পূর্বাহ্ণ

স্পোর্টস ডেস্ক: দল ঘোষণা হয়ে গেছে। নির্বাচক হান্নান সরকার তৃপ্তি নিয়ে বলেও ফেলেছেন, সাকিব আল হাসানের মতো ক্রিকেটারকে ঘরের মাঠ থেকে বিদায় দিতে পারবেন এই আনন্দের কথা।
কিস্তু ফের তৈরি হয়েছে অনিশ্চয়তা।

সাকিবের দেশে ফেরার কথা ছিল বৃহস্পতিবার রাতে। কিন্তু এখন জানা যাচ্ছে, সাকিবকে নাকি সবুজ সংকেত না পাওয়া অবধি বাংলাদেশের বিমানে উঠতে নিষেধ করা হয়েছে। এটি তার নিরাপত্তার স্বার্থেই।

যুক্তরাষ্ট্র থেকে সাকিব দুবাইয়ে এসেছেন আগেই। ওখান থেকেই আজ বিকেলে তার বাংলাদেশের উদ্দেশে বিমানে চড়ার কথা। কিন্তু বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সবুজ সংকেত ছাড়া যেন বিমানে না ওঠেন তিনি।

সাকিবের দেশে ফেরা নিয়ে গত কিছুদিন ধরেই মিরপুরে বিভিন্ন স্লোগান উঠেছে। স্টেডিয়ামের দেয়ালেও তার বিরুদ্ধে স্লোগান লেখা হয়েছে। এর মধ্যে বুধবার সাকিবের কুশপত্তলিকা দাহ করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

এরপর সাকিবকে নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি হলো। যদিও বিসিবি সংশ্লিষ্টরা এখনও আশাবাদী, সাকিব মিরপুর টেস্টে খেলতে পারবেন। এই ম্যাচ খেলেই তার অবসরে যাওয়ার কথা রয়েছে।

Print Friendly, PDF & Email

সর্বশেষ - জাতীয়

error: Content is protected !!