মাসুদ পারভেজ, কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বাজার গ্রাম রহিমপুর জামিয়া এমদাদিয়া তালীমুল কোরআন মাদ্রাসায় বার্ষিক খতমে বুখারী ইসলাহি জোড় মজলিস অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ জানুয়ারি) আসরের নামাজের পর হতে রাতব্যাপী অনুষ্ঠিত খতমে বুখারী ইসলাহি মজলিসে বাজার গ্রাম রহিমপুর মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও খতিব পীরে কামেল আল্লামা হযরত মাওলানা অজিহুর রহমানের সভাপতিত্বে এবং মুফতি আবু বক্কর সিদ্দিক ও মুফতি লুৎফুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বয়ান করেন পীরে কামেল মুফতী মাওঃ আল্লামা আব্দুস সাদিক। আরও আলোচনা করেন মুফতি আমিনুর রহমান, মুফতি আতিকুর রহমান, মাও. আবু বক্কর সিদ্দিক, মুফতি মাওছুফ সিদ্দিকী, মুফতি হামিদুর রহমান, মাওলানা আশরাফ আলী, মুহাদ্দিস মোস্তফা কামাল, উপজেলা ওলামা দলের সভাপতি হাফেজ আব্দুল মজিদ প্রমুখ।
পরে দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পীরে কামেল আল্লামা মুফতি আল্লামা আব্দুস সাদেক।