ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের (রেজি-খুলনা ৫৫০) সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) শ্রমিক ইউনিয়নের (রেজি-খুলনা ৫৫০) কার্যালয়ে এই ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি সভাপতি জাকির হোসেন টিটু।
এসময় উপস্থিত ছিলেন, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান, সাংগাঠনিক সম্পাদক মিলন হোসেন, সহ সাংগাঠনিক সম্পাদক মশিয়ার রহমান, কোষাধ্যক্ষ শেখ হুমায়ুন কবির স্বপন, সদস্য হোসেন আলী, সাহেব আলী, আনারুল ইসলাম তুতু, আজিজুল ইসলাম, ইউনিয়ন সচিব নিরঞ্জন মন্ডল সুমন, অফিস সহকারী শাহিন হোসেন, গোলাম মোস্তফা প্রমুখ।
এসময় ইউনিয়নের প্রত্যেক সদস্যকে সেমাই, চিনি, কিসমিসসহ ৭ প্রকার সামগ্রী প্রদান করা হয়।